লন্ডন, ৪ জানুয়ারী ২০২৫ : লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক আবুল হোসেন আলমের পিতা হাজী আব্দুস শহিদ এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
উল্লেখ্য, ৩ জানুয়ারী, শুক্রবার বাংলাদেশে রাত ১১ ঘটিকায় সিলেট বালুচর নিজ বাসায় ইন্তেকাল করেছেন হাজী আব্দুস শহিদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। ৬ ছেলে, ৩ কন্যা, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
মরহুম হাজী আব্দুস শহিদের গ্রামের বাড়ি বিয়ানীবাজার শ্রীধরা, নয়া বাড়ি। তিনি সাবেক ইয়উনিয়ন মেম্বার ছিলেন। শনিবার দুটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মরহুম হাজী আব্দুস শহিদকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন