২০৫ রানের জুটি গড়ে আউট হলেন বাবর

gbn

প্রথম ইনিংসে ৬১৫ রানের জবাবে মাত্র ১৯৪ রানে অলআউট হয়ে গিয়েছিলো পাকিস্তান। ৪২১ রান এগিয়ে থাকার কারণে পাকিস্তানকে ফলোঅন করালো দক্ষিণ আফ্রিকা।

বিশাল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে ফলোঅনে করানো হলো পাকিস্তানকে। নিশ্চিত ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে। ৪২১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দারুণ জবাব দিতে শুরু করে পাকিস্তানের দুই ওপেনার শান মাসুদ এবং সিনিয়র ব্যাটার বাবর আজম।

 

এই দুই ওপেনার মিলে খেললেন ৪৬.২ ওভার। ২০৫ রানের বিশাল জুটি গড়ে তুলেছেন তারা দু’জন। এর মধ্যে ১২৪ বল মোকাবেলা করে ৮১ রান করে আউট হন বাবর আজম। মার্কো ইয়ানসেনের বলে বেডিংহ্যামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর আজম।

 

তৃতীয় দিন শেষে ৪৯ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ২৩১ রান নিয়ে সাজঘরে ফেরেন দুই অপরাজিত ব্যাটার শান মাসুদ এবং খুররম শাহজাদ। ১০২ রানে অপরাজিত রয়েছেন শান মাসুদ এবং ৮ রানে রয়েছেন খুররম শাহজাদ। এখনও ২০৮ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন