হুসনা খান হাসি ||
==================================
সোহানদের মুখোশে চাপা গভীর চিহ্ন,
চোখে তারা জ্বলে না, শুধুই প্রহসন,
মন বলে কিছু নেই, সবটাই মিথ্যাচারণ।
ভালোবাসা নামে ফাঁদ পাতে যত,
তাদের হৃদয়ে শূন্যতার সুর বাজে শত।
মিষ্টি কথার ঝর্ণাধারা, অথচ বিষাক্ত,
বিশ্বাসে ফাটল ধরে, হৃদয় হয় ক্ষত।
সোহানরা হাসে, সোহানরা গায়,
তবু ভেতরে শূন্যতা অন্ধকারে ছায়।
অভিনয়ের পর্দায় জীবনের নাটক,
তবু একদিন ভেঙে পড়ে মিথ্যের গঠন।
ইমোশন নিয়ে খেলো না আর,
সত্যের আলোতে থাকো সবার পার।
ভালোবাসা হোক নিঃস্বার্থ আর খাঁটি,
তবেই জীবন পাবে তার আসল প্রাপ্তি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন