হুসনা খান হাসি ||
=================================
কিছু দাগ হৃদয়ে অমোচনীয়,
কিছু ব্যথা শূন্যেও প্রতিধ্বনিত হয়।
কিছু শব্দ শিরায় বাজে বিদ্রোহ,
কিছু অন্যায় ক্ষমার অযোগ্য হয়।
দেখেছো কি সেই অসহায় মুখ,
যার স্বপ্ন চূর্ণ হয় নিষ্ঠুর হাতে?
দেখেছো কি, শিউরে ওঠা চোখ,
যারা হারায় আলো, নেমে যায় রাতে?
নিঃশব্দ চিৎকারে কেঁপে ওঠে প্রাণ,
অন্যায়ের ভারে ঝুঁকে পড়ে মান।
অবিচারের শিকল ভাঙতে যে রক্ত,
তা ক্ষমার নয়, প্রতিবাদের অঙ্গীকার।
ক্ষমা সুন্দর, ক্ষমা শান্তির পথ,
কিন্তু সব অন্যায় কি পায় সেই মমতাময় নীড়?
যেখানে মানবতা বারবার ভাঙে,
সেখানে প্রতিরোধই শেষ অস্ত্র ধরে।
কিছু অন্যায় ক্ষমার অযোগ্য,
কিছু ক্ষত বয়ে চলে সময়েরও পরে।
অন্যায়ের প্রতি নীরবতা পাপ,
তাই ন্যায়ের পথে জ্বালো দীপ জাগ্রত।
এই বিভাগের আরও খবর
- শিক্ষা ও সাহিত্য
- 1 day ago
- শিক্ষা ও সাহিত্য
- 1 month ago
- শিক্ষা ও সাহিত্য
- 1 month ago
- শিক্ষা ও সাহিত্য
- 1 month ago
- শিক্ষা ও সাহিত্য
- 2 months ago
- শিক্ষা ও সাহিত্য
- 3 months ago
- শিক্ষা ও সাহিত্য
- 3 months ago
- শিক্ষা ও সাহিত্য
- 4 months ago
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন