ধবলধোলাইয়ের পর শাস্তিও পেল পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই (২-০), হকআই প্রযুক্তি নিয়ে অধিনায়ক শান মাসুদের অসন্তুষ্টু- এসব তিক্ত অনুভূতির মধ্যে এবার পাকিস্তানকে শাস্তিও দিলো আইসিসি। কেপটাউনে প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্টে স্লো-ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তানের ৫ পয়েন্ট কাটা হয়েছে। এছাড়া জরিমানা করা হয়েছে ম্যাচ ফি'র ২৫ শতাংশ।

কেপটাউনে দক্ষিণ আাফ্রিকার বিপক্ষে ১০ উইকেটে হারের ম্যাচে বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা থেকে ৫ ওভার কম বল করেছিল পাকিস্তান। এ অপরাধের কারণে শান মাসুদের দলের উপর শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি রিসি রিচার্ডসন। পাকিস্তান দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় বাড়তি শুনানির প্রয়োজন নেই।

 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রে এ নিয়ে তৃতীয়বার পয়েন্ট কাটা গেলো পাকিস্তানের। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ২ পয়েন্ট কাটা হয়েছিল এশিয়ার অন্যতম ক্রিকেট পরাশক্তি দেশটির। এরপর ২০২৪ সালের আগস্টে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ৬ পয়েন্ট জরিমানা দিতে হয় পাকিস্তানকে।

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ১২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে পাকিস্তান। জরিমানা না হলে শান মাসুদের দলের এই পয়েন্ট হতো ৪৮। জরিমানা কবলে পড়ে বাংলাদেশ থেকে পিছিয়ে পাকিস্তান। ১০ পয়েন্ট বেশি নিয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ।

 

এদিকে আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের দুই ফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেছে। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সবার আগে ফাইনালে জায়গা নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপর বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সিডনিতে সিরিজের শেষ ম্যাচে ভারতকে কাঁদিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে গেছে অস্ট্রেলিয়া।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন