ট্রাম্প ঘোষণা করলেন মাইকেল ফ্লিনকে ক্ষমা

gbn

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি ||    যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।    এক টুইটে তিনি জানান, এটি আমার জন্য বড় সম্মানের যে, মাইকেল ফ্লিনকে পুরোপুরি ক্ষমা করা হয়েছে। ফ্লিন ও তার দুর্দান্ত পরিবারের জন্য শুভকামনা। আমি জানি আপনি এখন সত্যি দারুণ থ্যাকংসগিভিং উদযাপন করতে পারবেন।    ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে এফবিআইকে মিথ্যা বলার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন মাইকেল ফ্লিন। ২০১৭ সালে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন তিনি।    নির্বাচনে হেরে গিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের দিন শেষ হয়ে আসছে। নিয়ম অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেওয়ার কথা রয়েছে। ফলে আনুষ্ঠানিকভাবে ক্ষমা ঘোষণা করতে হলে এই সময়সীমার মধ্যেই করতে হবে। তারই প্রেক্ষিতে ট্রাম্প ক্ষমা ঘোষণা করলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন