ঢাবির অ্যালামনাই ফোরামের নতুন কমিটি নির্বাচিত

জিবি নিউজ প্রতিনিধি//

অণুজীব বিজ্ঞানী ড. ইসরাত সুলতানা মিতাকে সভাপতি এবং রবীন্দ্র সংগীত শিল্পী ও ফ্যামিলি কাউন্সিলর ডরথী বোসকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকা ভিত্তিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনকর্পোরেটেডের (ডুয়াফি) নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে।

পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটির সহ সভাপতি পদে আছেন ব্যাংকার ইরাজ তালুকদার, যুগ্ম সম্পাদক ড. তারেক মেহেদী এবং কোষাধক্ষ্য মোহাম্মদ আনোয়ার জামান। এ কমিটি আগামী দুই বছর (২০২৫-২৬) দায়িত্ব পালন করবে।

নবনির্বাচিত কমিটির সভাপতি ড. ইসরাত সুলতানা পূর্ববর্তী কমিটির ন্যায় সাফল্য ধরে রেখে সংগঠনকে গতিশীল এবং নতুন-পুরোনো সব সদস্যকে নিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজ অব্যাহত রাখার অঙ্গীকার করেন। আমেরিকার বিভিন্ন রাজ্যের অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে বড় পরিসরে কয়েক বছর পর পর পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ নেওয়ার চিন্তার কথা জানান ইসরাত সুলতানা।

তিনি বলেন, বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করা এবং গরিব, মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি প্রধানের উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন