জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সার্বক্ষণিক কাজের জন্য একটি এক্সপার্ট টিম নিয়োগের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রিফাত বলেন, ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য ফুলটাইম কাজ করবে এমন বড় একটা এক্সপার্ট টিম অবিলম্বে নিয়োগ দিতে হবে। প্রতি শুক্রবার একটা জেলা সফরের ফালতু ট্রেন্ড বাদ দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে এক সপ্তাহের মাঝে ফাংশনাল করতে হবে।
অন্যথায় সর্বস্তরের জনগণকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব।’
জানা যায়, গত ১২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। পরে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী করা করা এবং সারজিস আলমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
ফাইন্ডেশনের পক্ষ থেকে গণ-অভুত্থানে শহীদ পরিবার ও আহতদের সহযোগিতা ও পুনর্বাসনের কাজ চলছে বলে জানা গেছে।
তবে এর কাজের ধীরগতি নিয়ে বিভিন্ন পক্ষ অসন্তুষ্টির কথাও জানিয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন