এমন কোনো খেলা দেখেছেন, যেখানে শুধু সেরা তিনটি দল খেলে?

টেস্টে দ্বিস্তর সিস্টেম চালু করতে মরিয়া ক্রিকেটের তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। এই প্রস্তাব নিয়ে চলতি মাসেই আইসিসিতে আলোচনা হওয়ার কথা। তবে এমন প্রস্তাবের বিপক্ষে এরই মধ্যে দাঁড়িয়ে গেছেন অনেকে।

ক্যারিবীয় কিংবদন্তি ক্লাইভ লয়েডই যেমন বলেছেন, দ্বিস্তর টেস্ট ক্রিকেট চালু হলে ওয়েস্ট ইন্ডিজের মতো দল ধ্বংস হয়ে যাবে। এবার টু টায়ার সিস্টেমের বিপক্ষে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনি মনে করেন, এই সিস্টেম চালু হলে সমস্যা তৈরি হবে ক্রিকেট বিশ্বে।

 

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রায়েম স্মিথ বলেছেন, এই নিয়ম চালু হলে অস্ট্রেলিয়া, ভারত এবং ইংল্যান্ড বাদে বাকি দলগুলি সমস্যায় পড়বে।

স্মিথ বলেন, ‘আমি আইসিসির বিষয়টি বুঝতে পারছি। আমি আজ সকালে একটা খবর দেখলাম যেখানে বলা হয়েছে পরবর্তী সময়ে ইংল্যান্ড, ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের বিপক্ষে বেশি ম্যাচ খেলবে। এটা বাকি দেশগুলির জন্য খুবই খারাপ হবে… ভারত সম্ভবত সবচেয়ে ভালো জায়গায় থাকবে কারণ তারা বাণিজ্যিকভাবে অন্যান্য দেশের জন্য নির্ভরযোগ্য। কিন্তু আপনি কোনও খেলায় দেখেছেন যে সেরা তিনটি দেশ শুধু একে অপরের বিরুদ্ধে সবসময় খেলছে?’

 

স্মিথ বলেছেন, ক্রিকেটের উন্নতির স্বার্থে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার পাশে দাঁড়ানো উচিত আইসিসির। তিনি যোগ করেন, ‘আইসিসি কীভাবে প্রধান তিনটি দলকে মাথায় রেখে এরকম একটা কাঠামো তৈরি করতে পারে? আমার মনে হয় বিশ্ব ক্রিকেটের প্রয়োজন, একটা শক্তিশালী দক্ষিণ আফ্রিকার, একটা শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের, আরও উন্নত শ্রীলঙ্কার। নাহলে আমরা ভবিষ্যতে শুধু তিনটি দেশকেই ক্রিকেট খেলতে দেখব।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন