জনপ্রিয় কোরিয়ান ড্রামায় যুক্ত হলেন মিথিলা

জনপ্রিয় কোরিয়ান ড্রামা ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি।

বিশ্বজুড়ে কোরিয়ান ড্রামার জয়জয়কার। বাংলাদেশেও রয়েছে প্রচুর দর্শক।

তাদের জন্য জনপ্রিয় ড্রামাগুলো বাংলায় ডাবিং করে প্রচারিত হয়। এবার ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ (ডটস)-এর ড. ইউন মিউং জুর চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন মিথিলা যা তার ভক্তদের জন্য দারুন সুখবর বটে। বাংলা ডাবিংয়ের দায়িত্বে আছেন খালিদ হোসেন অভি। তিনিই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মিথিলা এরই মধ্যে ‘ডটস’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি যে চরিত্রে ডাবিং করবেন, পর্দায় সেই চরিত্রে আছেন দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম চি ওয়ান। মিথিলা জানালেন, শিগগিরই দেশে ফিরে সিরিজটির ডাবিং শুরু করবেন।

 


 

‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’ ড্রামাটি দুর্দান্ত গল্পের পাশাপাশি সং জোং-কি এবং সং কিয়ো চরিত্রের অবিশ্বাস্য রসায়নের মাধ্যমে দর্শকদের মাঝে সাড়া জাগিয়েছে।

 

মিথিলাকে সবশেষ ‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে দেখা গেছে। ভিন্নধারার চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন