ফাইনালে বার্সেলোনা, নেইমারের মতো উদযাপন ইয়ামালের

অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। প্রথম সেমিফাইনালে মঙ্গলবার সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে লামিনে ইয়ামাল ও গাভির গোলে ২-০ ব্যবধানে জয় পায় হ্যান্সি ফ্লিকের দল। এ জয়ে ফ্লিকের অধীনে বড় কোনো ট্রফি জয়ের ৯০ মিনিটের দূরত্বে আছে কাতালান ক্লাবটি। 

জয়ের আগে আরো একটি সুখবর পায় বার্সেলোনা।

দানি ওলমো ও পাউ ভিক্টরকে স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত কনসেজো সুপিরিয়র দে দেপোর্তেস (সিএসডি) অস্থায়ীভাবে খেলার ছাড়পত্র দেন। চূড়ান্ত কোনো রায় হওয়ার আগপর্যন্ত তারা বার্সার হয়ে খেলা চালিয়ে যেতে পারেন বলে মনে করেন আদালত। তবে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে খেলতে পারেনি ওলমো  ও ভিক্টর।

 

ওলমোর জায়গায় খেলতে নেমে দারুণ পারম্যান্স করেন গাভি।

১গোল করে উদ্‌যাপনও করেন ওলমোর মতোই। এরপর ৫২ মিনিটে লামিনে ইয়ামালের গোলটিও গাভির এসিস্ট থেকে। 

 

১৭ মিনিটে আলহান্দ্রো বালদের ক্রস থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন গাভি। টি ছিল তার এক বছরের ইনজুরি পরবর্তী প্রথম গোল।

পরে ৫২ মিনিটে দারুণ এক ডিফেন্সচেরা পাস দেন ইয়ামালকে। বল পায়ে ঘুরেই দারুণ ফিনিশ করেন ১৭ বছর বয়সী এ উইঙ্গার। গোল করে নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারের আদর্শ নেইমারের মতো উদ্‌যাপনও করেন ইয়ামাল।

 

আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ১৩ জানুয়ারির ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হবে এই ম্যাচের জয়ী দল।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন