যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে বুধবার (৮ জানুয়ারি) অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আগুনে শত শত বাড়ি ধ্বংস হয়ে গেছে, চরম চাপের মুখে পড়েছে অগ্নিনির্বাপণ ও পানি সরবরাহ ব্যবস্থা। পরিস্থিতি মোকাবিলায় এক লাখের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এই ঘটনায় হলিউডের অনেক তারকাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন। পাশাপাশি হলিউডের অনেক আয়োজন স্থগিত করা হয়েছে। এবার জানা গেল, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে অস্কার মনোনয়ন ঘোষণাও স্থগিত করা হয়েছে। তাই ভোটিংয়ের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।
৮ জানুয়ারি থেকে শুরু হওয়া অস্কার মনোনয়ন ভোটিং ১২ জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। সেটি বাড়িয়ে এখন ১৪ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এর ফলে অস্কার মনোনয়ন ঘোষণার তারিখ ১৭ জানুয়ারির পরিবর্তে ১৯ জানুয়ারি করা হয়েছে।
অ্যাকাডেমির পক্ষ থেকে এক ই-মেইল বার্তায় সিইও বিল ক্রেমার বলেন, ‘আমরা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের কারণে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।’
অস্কার ছাড়াও বেশ কিছু সিনেমার প্রিমিয়ার, প্রেস কনফারেন্স বাতিল করা হয়েছে। ১২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ডস অনুষ্ঠান স্থগিত করে ২৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন