কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকায় ভ্রাম্যমাণ গাড়িতে গৃহস্থালী কাজের ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকাসহ অন্যান্য ওয়ার্ডের এলাকা সমূহের কাজের জন্য ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, সাবেক মহিলা কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, শিক্ষক জ্যোতি বিকাশ দে, সাংবাদিক ময়নুল হক পবন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইসরাল আলী, ব্যবসায়ী কাদেরী কিবরিয়া চৌধুরী, হাজী আপ্তার আলী, সুজীত দে, কামাল আহমেদ সংবাদকর্মী আশিকুল ইসলাম বাবু, সামছুদ্দিন বাবু, ফাহিম ইকবাল প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মহিউদ্দিন বলেন, কুলাউড়া পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য সব ওয়ার্ডে এই কার্যক্রম চালু করা হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন