জিবি নিউজ প্রতিনিধি//
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, আমনের ভরা মৌসুমে চাউলের দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি, স্থানীয় নির্বাচন ও গত মঙ্গলবার ঢাকা সফরত বাংলাদেশী বংশোদ্বুত ব্রিটিশ এমপি রুপা হকের বক্তব্য প্রসঙ্গ তুলে ধরেন ‘বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে রাজনীতির নিয়ন্ত্রণ দুই পরিবারে থাকবে, এটা হতে পারে না।’
নেতৃবৃন্দ বলেন, রুপা ঢাকায় এক সংবাদ সম্মেলনে আরো বলেছেন, বাংলাদেশের রাজনীতি একজন নেতার কন্যা, আরেকজন নেতার বেগম এবং তাদের ছেলেরা সবকিছুতেই আধিপত্য দেখাবে। এই প্রবণতার পরিবর্তন দরকার।
নেতৃবৃন্দ বলেন, ব্রিটিশ পার্লামেন্টের বিশিষ্ট পার্লামেন্টারিয়াান রুপা হকের বক্তব্যের পক্ষে বাংলাদেশের অধিকাংশ জনগণ একমত পোষণ করে। তারা আমনের ভরা মৌসুমে চাউলের দাম বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়েছে। গণমাধ্যমে প্রকাশ সরু চাউলের দাম কেজিতে ৬ থেকে ৮ টাকা বেড়েছে। মাঝারি মানের চাউলের দাম বেড়েছে ৫ থেকে ৮ টাকা এবং মোটা চালের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা। বর্তমান মিনিকেট চাল ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়। যা তিন সপ্তাহে আগে বিক্রি হতো কিছুটা কমে। অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের উপর জনগণের এখনো পূর্ণ আস্থা বিরাজ করছে। চাউলের দাম কমানোর লক্ষে অতি দ্রুত কয়েকটি পদক্ষেপ দরকার। যেমন নিজস্ব ব্যবস্থাপনায় সরবরাহ বাড়ানো, দ্বিতীয়তঃ ঘাটতি পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, পাশাপাশি খোলা বাজারে সাশ্রয়ী দামে চাউল বিক্রি করলে দাম কমে আসবে। এজন্য চাউল বিক্রির সংখ্যা বাড়ানো, মজুত ও বাজার অস্থিতিশীল করার চক্রান্তকারীদের সনাক্তকরণ করা খুবিই জরুরী।
পাশাপাশি স্থানীয় সরকার বিভাগে সেবা প্রাপ্তিতে চরম ভোগান্তি নিরসনে অন্তর্বর্তী বিপ্লবী সরকার আগে ভাগে স্থানীয় সরকার নির্বাচন করার উদ্যোগ সময়োপযোগী সিদ্ধান্তের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, কোন দল ও গোষ্ঠীর মতামতের চাইতে ছাত্র ও জনগণের মতামতে প্রাধান্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সম্পন্ন চায় দেশবাসী।
নেতৃবৃন্দ বাংলাদেশের বরেণ্য অর্থনীতিবিদ আনিসুর রহমান, সিলেট জেলার জকিগঞ্জের প্রখ্যাত আলেমে দ্বীন ও শায়খুল হাদিস হযরত মাওলানা মুকাদ্দস আলী, বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র, অভিনেত্রী অঞ্জনা রহমানের মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করে বলেন, দেশের বরেণ্য অর্থনীতিবিদ আনিসুর রহমানের মৃত্যুতে দেশবাসী যেমনএকজন গুনিজন হারালো। ঠিক তেমনি, মাওলানা শায়খুল হাদিস হযরত মাওলানা মুকাদ্দাস আলীর ইন্তেকালে গোটা সিলেটবাসী ইসলামী এক অভিভাবক কে হারালো। আর দেশবাসী সংস্কৃতিক অঙ্গনের থেকে হারালো কীর্তিমান ক্ষণজন্মা দুইজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে।
নেতৃবৃন্দ মরহুমদের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন