জিবি নিউজ প্রতিনিধি//
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতারণা মামলার দুই আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার সকালে ৯টা ২০ মিনিটে বিমানের বিজি-২০১ ফ্লাইটে সিলেট থেকে লন্ডন যাওয়ার কথা ছিল তাদের। পরে তাদের শাহপরান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে শাহপরান থানার প্রতারণা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক দুই ব্যক্তির নাম মো. গাফফার খান লিটন ও মিলন মিয়া।
বিমানবন্দর সূত্র জনায়, শুক্রবার সকালে ৯টা ২০ মিনিটে বিমানের বিজি-২০১ ফ্লাইটে সিলেট হতে লন্ডন যাওয়ার জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তাদেরকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাদের শাহপরাণ থানায় হস্তান্ত করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই ব্যক্তি শাহপরান থানার (মামলা নং ৮/৮) প্রতারণা মামলার প্রথম ও দ্বিতীয় নম্বর আসামি। আটকের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন