পুড়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে কাঁদলেন প্যারিস হিলটন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের লেলিহান শিখায় পুড়েছে হলিউড। জেমি লি কার্টিস, অ্যান্থনি হপকিনস, ম্যান্ডি মুরেদের লস অ্যাঞ্জেলসের বাড়ি দাবানলের পুড়েছে। এ তালিকায় রয়েছেন প্যারিস হিলটনও।

আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা ঘরবাড়ির ছবি শেয়ার করে একাধিক হলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। বিধ্বংসী আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে ক্যালিফোর্নিয়া। আর সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই কাঁদলেন প্যারিস হিলটন।

 

প্রিয় বাড়িটি যে এভাবে পুড়ে ছাই হয়ে যাবে, স্বপ্নেও কল্পনা করতে পারেননি প্যারিস হিলটন। সেই বিধ্বংসী পরিস্থিতির ভিডিও শেয়ার করেছেন এ হলিউড অভিনেত্রী। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি লিখলেন, ‘আমি এখন সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যেটা আমার স্বপ্নের বাড়িছিল। কতটা কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারব না। প্রথম যখন খবরটা পেলাম, আমি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিছুতেই বিশ্বাস করতে পারিনি প্রথমে। তবে এখন এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নিজে যা প্রত্যক্ষ করছি, আমার মন ভেঙে খান খান হয়ে গেল।’

নিজেকে কিছুটা সামলে নিয়ে প্যারিস হিলটন বলেন, ‘এটা শুধু আমার বাসস্থান ছিল না। এই সেই বাড়ি যেখানে আমরা একসঙ্গে স্বপ্ন দেখেছি, হেসেছি-কেঁদেছি, পুরো পরিবারকে নিয়ে কত সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করেছি। যে বাড়ির প্রতিটা কোণায় কোণায় ভালোবাসার চিহ্ন রয়েছে। সেই বাড়ি এভাবে ছাইয়ে পরিণত হয়ে গেল। আমি বাকরুদ্ধ।’

 

দাবানলে অন্যান্য ক্ষতিগ্রস্তদের জন্যেও উদ্বেগ প্রকাশ করেছেন প্যারিস হিলটন। এ প্রসঙ্গে তিনি, ‘এটা তো শুধু আমার একার নয়, কষ্ট লাগছে এটা ভেবে যে এরকম ভয়াবহ পরিস্থিতিতে আরও অনেকে রয়েছেন। কত মানুষ সর্বস্ব হয়েছেন। মাথার উপর ছাদ কিংবা মেঝেটা গুরুত্বপূর্ণ নয়, সেটা আসল সেটা হলো স্মৃতি। তবে আমার ভাগ্য ভালো যে আমার কাছের মানুষরা, সন্তানরা, পোষা প্রাণীরা সবাই সুরক্ষিত রয়েছে।’

 

দাবানলে পুড়ে ভষ্ম হয়েছে পুরো লস অ্যাঞ্জেলস। আগুন নেভাতে পানি পাওয়া যাচ্ছে না! দাবানলে ক্যালিফোর্নিয়া যেন শ্মশান। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চোখের জল ফেললেন প্যারিস হিলটন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন