আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন আরো দুই বছর আগে। মাঝখানে একবার ওয়ানডে ও টেস্ট থেকে বিদায় নিয়েও ফিরে এসেছিলেন। এর পর, খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। শেষমেষ গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন দেশের হয়ে আর না খেলার সিদ্ধান্ত।
এতেই শেষ হচ্ছে তার দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার।
অবসরের ঘোষণার তামিমকে বিভিন্নভাবে শুভেচ্ছা, অভিনন্দন ও বিদায় জানিয়েছেন জাতীয় দলে তার সতীর্থরা। অনেকেই জাতীয় দলে তাকে নিয়ে স্মৃতিচারণাও করেছেন।
তার সঙ্গে ৮১ ইনিংসে ওপেনিং জুটি গড়া সৌম্য সরকার ফেইসবুকে লিখেছেন, ‘অবসর মানে সবকিছুর শেষ নয়; বরং এটি নতুন এক অধ্যায়ের সূচনা।
সামনের অভিযাত্রা উপভোগ করুন। মাঠে আপনাকে মিস করব।’
তার জাতীয় দলের দীর্ঘ দিনের সতীর্থ ও বন্ধু মুশফিকুর রহিম লেখেন, ‘তামিম, তোমার অর্জনের জন্য আমি গর্বিত। তুমি বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ দূত ও বিশ্বমানের ব্যাটার।
বিশেষ করে দুবাইয়ে ভাঙা আঙুল নিয়ে ব্যাট করার দৃঢ়তা দেশের প্রতি তোমার নিবেদনকে স্মরণ করিয়ে দেয়।’
মাহমুদ উল্লাহ রিয়াদ তামিমের সঙ্গে স্মৃতিচারণা করে বলেন, ‘তোমার সঙ্গে খেলাটা সব সময়ই আনন্দের ছিল। আমাদের একসঙ্গে ব্যাট করার এই শেষ ছবিটি আমার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে।’
জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু।
আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।’
জাতীয় দলের বাইরে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম লিখেছেন, ‘আপনার অবসরের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে একটি যুগের সমাপ্তি হলো। দেশের অন্যতম সেরা ওপেনার হিসেবে আপনার অর্জন ও নেতৃত্বের কারণে আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন