অবশেষে প্রথম জয়ের স্বাদ, রাজশাহীকে বিশাল ব্যবধানে হারাল ঢাকা

টানা ৬ ম্যাচে হার। জয়ের স্বাদ কেমন, সেটাই পায়নি ঢালিউড নায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। বাকি ম্যাচগুলোতে সম্মানজনক ক্রিকেট খেলে হয়তো এবারের মত বিপিএলকে বিদায় দেয়ার প্রস্তুতিও শুরু হয়েছিলো তাদের।

কিন্তু প্রথম জয়ের স্বাদ এতটা দাপটের সঙ্গে নিতে পারবে তারা, এমনটা কোনোভাবেই ভাবতে পারেনি হয়তো। ব্যাট হাতে লিটন দাস এবং তানজিদ হাসান তামিম যে বিস্ফোরক ইনিংস উপহার দিয়ে ২৫৪ রানের রেকর্ড স্কোর দাঁড় করিয়েছে, তার জবাবে দূর্বার রাজশাহী মাত্র ১০৫ রানে অলআউট হয়ে গেছে। ১৪৯ রানের বিশাল ব্যবধানে এবারের বিপিএলে প্রথম জয়ের স্বাদ নিলো ঢাকা ক্যাপিটালস।

 

২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দূর্বার রাজশাহী। প্রথম ওভারেই মোহাম্মদ হারিস শূন্য রানে আউট হয়ে যান। অধিনায়ক এনামুল হক বিজয় শূন্য রানে আউট হন প্রথম বলেই।

সাব্বির হোসাইন ১১ রান করে আউট হয়ে যান। ১৭ রান করে আউট হন ইয়াসির আলী রাব্বি। আকবর আলি বিদায় নেন ১ রান। এসএম মেহেরব আউট হয়ে যান ৪ রান করে। সর্বোচ্চ ৪৭ রান করেন রায়ান বার্ল। ৩২ বলে ৯ বাউন্ডারিতে এই ইনিংস সাজান তিনি।

 

সোহাগ গাজী আউট হয়ে যান শূন্য রানে। ১১ রানে আউট হন সানজামুল ইসলাম। তাসকিন আহমেদ ৯ রান করে আউ হন। শূন্য রানআউট হন শফিউল ইসলাম। ঢাকা ক্যাপিটালসের হয়ে আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন এবং ফারমানুল্লাহ ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান।

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ২৫৪ রান করে ঢাকা ক্যাপিটালস। ১০৮ রান করে আউট হন তানজিদ হাসান তামিম, ১২৫ রানে লিটন দাস অপরাজিত থাকেন। ২৪১ রানের জুটি গড়েন তানজিদ তামিম এবং লিটন দাস।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন