সিলেটকে হারিয়ে হ্যাটট্রিক জয় চিটাগাংয়ের

জিবি নিউজ প্রতিনিধি//

মঞ্চটা প্রস্তুতই ছিল। যে দলই জিতবে তারাই হ্যাটট্রিক জয় পাবে। সেই কাঙ্ক্ষিত জয়টি পেয়েছে চিটাগাং কিংস। সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়ে।

 

টানা তৃতীয় জয় পাওয়ার লক্ষ্যে ২০৪ রান তাড়া করতে নামে সিলেট। কিন্তু ঘরের মাঠে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৪২ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে ফিফটি করে দলের ব্যবধান কমান জর্জ মুন্সি।

সমান ৪ চার-ছক্কায় ৫২ রান করেন মুন্সি।

 

মুন্সি আউট হওয়ার পরেও বড় ব্যবধানে হারার কথা ছিল সিলেটের। সেটা হতে দেননি জাকের আলী অনিক। ২৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে ব্যবধানটা ৩০ রানে নামান উইকেটরক্ষক-ব্যাটার।

চিটাগাংয়ের হয়ে ২৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার পেসার মোহাম্মদ ওয়াসিম।

 

এর আগে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২০৩ রান করে চিটাগাং। বড় শুরুর ভিতটা গড়ে দেন দুর্দান্ত ছন্দে থাকা উসমান খান। সর্বশেষ টানা তিন ম্যাচে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন পাকিস্তানি ব্যাটার। যার একটিতে খেলেছেন ১২৩ রানের বিধ্বংসী ইনিংস।

 

 

আজ দলীয় ৩২ রানে পারভেজ হোসেন ইমন বিদায় নিলেও গ্রাহাম ক্লার্ককে নিয়ে জুটি গড়েন উসমান। দ্বিতীয় উইকেটে ৬৮ রান যোগ করেন দুজনে। ৩৫ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৩ রানে পাকিস্তানি ব্যাটার আউট হলে ভেঙে যায় তাদের জুটি। সঙ্গী আউট হলেও ১৮১.৮১ স্ট্রাইক রেটে ৬০ রান করে দলের হয়ে সর্বোচ্চ রান করেন ক্লার্ক।

তবে চিটাগাংয়ের বড় সংগ্রহে অবদান রেখেছেন শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলা হায়দার আলী। ২৩৩.৩৩ স্ট্রাইক রেটে ৪ চার ও ৩ ছক্কায় ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন