ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা মিডিয়ায় পা রাখেন মডেলিং দিয়ে। খুব অল্প সময়েই মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় শুরু করেন এই মডেল-অভিনেত্রী। সফলতাও পান শোবিজ অঙ্গনে। বলা যায়, বেশ কয়েক বছর একচেটিয়ে কাজ করেছেন তিনি। এরপর হঠাৎ মিডিয়া থেকে উধাও হন এই অভিনেত্রী।
সারিকা ব্যক্তিগত জীবন নিয়ে বেশি ঝামেলায় পড়েন। অমনোযোগী হয়ে পড়েন অভিনয়ে। কারও সাথে যোগাযোগ না রাখা, হঠাৎ উধাও হয়ে যাওয়াসহ বেশ কিছু কারণে নির্মাতারাও মুখ ফিরিয়ে নেয় তার দিক থেকে।
ক্যারিয়ারে এই যখন অবস্থা তখন বিয়ে করে সংসারি হওয়ার চেষ্টা করেন সারিকা। কিন্তু সেটাও হয়ে উঠেনি। অল্প কিছু দিনের মধ্যেই সংসার ভেঙে যায়। এরপর কিছুদিন একেবারেই নিশ্চুপ ছিলেন এই অভিনেত্রী।
দীর্ঘ বিরতির পর আবারো অভিনয়ে ফেরেন তিনি। কিন্তু ততদিনে তার আগের সেই স্থান দখল করে নেন অনেকে। ফেরার পরও কয়েকবার নির্মাতাদের সঙ্গে বোঝাপড়ায় সমস্যার কারণে সমালোচিত হন সারিকা। তবে সেই সমস্যা কাটিয়ে অভিনয় ক্যারিয়ারকে সক্রিয় করার কাজে মগ্ন হন সারিকা।
একখণ্ডের নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। নাটকের শীর্ষ অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে বর্তমানে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। খুব সুশৃঙ্খলভাবেই এগিয়ে নিচ্ছেন অভিনয় ক্যারিয়ার। করোনাকালেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বিশেষ করে গত দুই ঈদে একগুচ্ছ নাটকে অভিনয় করেন।
নিজের অভিনয় ক্যারিয়ার প্রসঙ্গে সারিকা বলেন, আমি কয়েক বছর ধরেই নিয়মিত অভিনয় করছি। দর্শকও আমার অভিনীত নাটক আগ্রহ নিয়ে দেখছেন। তাই জীবনের ঝুঁকি নিয়েও অভিনয়ে সময় দিচ্ছি। সবাই বেশ সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাচ্ছেন আমাকে। এটি খুবই ভালোলাগার একটি বিষয়। দর্শক যতদিন আমার অভিনয় দেখবেন ততদিনই অভিনয় চালিয়ে যাব।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন