বলিউড বাদশা শাহরুখ খান বেশ ঠান্ডা মাথার মানুষ। শুধু তাই নয়, অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ কিংবা আলাপচারিতার সময় তিনি খোশ মেজাজে থাকেন। তাই বলে তার সঙ্গে যা ইচ্ছা তা করা যাবে না মোটেই। এবার যেন সেই প্রমাণ দিলেন কিং খান।
বিষয়টি পরিষ্কার করেই বলা যাক। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শাহরুখের দেহরক্ষী ইউসুফ ইব্রাহিম বাদশার সম্পর্কের বলতে গিয়ে জানান, ‘তারকাদের নিয়ে সব সময়ই অনুরাগীদের মধ্যে উন্মাদনা দেখা যায়। অনেক সময়ই সেই উন্মাদনা অতিরিক্ত হয়ে যায়। আমার মতে তারকারাও রক্ত মাংসের মানুষ। তাদেরও একটা কমফোর্ট জোন রয়েছে’।
এ সাক্ষাৎকারে ইউসুফ আরও বলেন, ‘একবার বিমানবন্দরে শাহরুখের সঙ্গে সেলফি তোলার জন্য এক ভক্ত, একেবারে শাহরুখের গায়ে ঝাঁপিয়ে পড়েন। শাহরুখ খুবই বিরক্ত হয়েছিলেন। জোর ধমক দিয়েছিল। সাধারণত এই রূপে শাহরুখকে আগে কখনো দেখা যায়নি। অনুরাগীদের বোঝা উচিত, সব কিছুর একটা সীমা রয়েছে। প্রথমেই ছবি তোলার জন্য ফোন নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে বিনীতভাবে অনুরোধ করুন, ছবি তোলা যাবে কি না। এইটুকু ভদ্রতা তো তারকারাও আশা করেন।’
এদিকে গত বছরের ২ নভেম্বর ৫৯ বছরে পা দিলেন শাহরুখ। নিয়ম ভেঙে তিনি এবার মাঝরাতেই মান্নাতের ছাদ থেকে অনুরাগীদের সামনে আসেন। তার বাড়িজুড়ে তখন কড়া নিরাপত্তা বেষ্টিত ছিল। তবে সারাটাদিন আর একবারও শাহরুখকে দেখতে পাননি তার অনুরাগীরা। এমনকী মুম্বাই পুলিশের তৎপরতায় মান্নাতের আশপাশে দাঁড়াতেও পারেনি কেউ।
জন্মদিনে শাহরুখকে এমন নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বাই পুলিশকে নিজের স্টাইলে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। মান্নাতের নিরাপত্তায় থাকা সব মুম্বাই পুলিশকর্মীকে খাবারের বাক্স পাঠিয়েছেন বাদশা। আর সেই বাক্সেই লিখে দিয়েছিলেন ধন্যবাদের বার্তা! এরকম একটা মানুষও রেগে যান!
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন