ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি

সফিউল্লাহ আনসারী : বাংলাদেশ শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার মাধ্যমিক শিক্ষক সমিতির ৭১ সদস্য বিশিষ্ট  কমিটি আগামী ৩ বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

এতে গোয়ারী ভাওয়ালিয়াবাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাজমুল হক কে সভাপতি ও ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাজমুল আলম সোহাগ কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন এ কমিটির অনুমোদন দেন।

 

 এ উপলক্ষ্যে গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় ভালুকা উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সেলিম ভূইয়া প্যানেল ভালুকা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত।

 

সম্মেলনে ভালুকা উপজেলা শাখার আহবায়ক মোঃ নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল আলম সোহাগের সঞ্চালনায়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা সভাপতি এস এম মমতাজ উদ্দিন, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট ময়মনসিংহ সাধারণ সম্পাদক মোঃ  একে আজাদ, শিক্ষক সমিতি  গফরগাঁও শাখার সভাপতি মোঃ আলা উদ্দিন, কেন্দ্রীয় শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রুহুল আমিন মাসুদ,যুগ্ন আহবায়ক সালাহউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, জাসাস ময়মনসিংহ জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ ভালুকা সভাপতি অধ্যক্ষ মাও. শাহাব উদ্দিন শেখ, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ সহ বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ।

 

এ সময় বক্তারা শিক্ষকদের ঘর ভাড়া, চিকিৎসা, অবসর ভাতা, উৎসব ভাতা, সকল সুযোগ সুবিধার দাবিসহ নানা বঞ্চনার কথা তুলে তা নিরসনে মাধ্যমিক শিক্ষকদের জাতীয় করণের দাবি তুলে ধরেন।

 

দীর্ঘ ২২ বছর পর ভালুকায় বিএনপি সমর্থিত মাধ্যমিক শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়ায় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম সোহাগ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় শিক্ষকদের প্রতি ধন্যবাদ জানান। সেই সাথে সকলের সহযোগীতা কামনা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন