কুলাউড়া প্রতিনিধি //
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ (বালক-বালিকা অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কুলাউড়া সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুকের সভাপতিত্বে ও কমিটির সদস্য সাংবাদিক নাজমুল বারী সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদিন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান খাঁন ও শামীম আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক, ছাত্র সমন্বয়ক নাহিদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকী, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, ছাত্র সমন্বয়ক আদনান চৌধুরী ও জাকির আহমদ প্রমুখ।
টুর্নামেন্টে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৬ জানুয়ারি বিকাল ৩টায় কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন