অক্ষয়-প্রিয়দর্শন জুটির নতুন সিনেমায় থাকছেন টাবু-যিশু

নতুন বছরে বলিউডে সবচেয়ে সুখের সংবাদ ভক্তদের জন্য, আবার জুটি হয়ে ফিরছেন কমেডি কিং প্রিয়দর্শন ও অক্ষয় কুমার। ‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’, ‘গরম মশালা’র মতো একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে অক্ষয়-প্রিয়দর্শন জুটি। তবে মাঝে তাঁদের সম্পর্কে ভাঁটা পড়ে! দীর্ঘ ১৪ বছর বন্ধুত্বের খরা কাটিয়ে এবার একসঙ্গে ‘ভূতবাংলো’ নিয়ে আসছেন অক্ষয়-প্রিয়দর্শন। যে সিনেমার শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে।

 

 


 

আর অক্ষয় কুমারের সেই ‘ভূতবাংলো’তেই বিশেষ চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। এবার সিনেমাটিতে যুক্ত হওয়ার খবর জানালেন অভিনেত্রী টাবু। সেই সঙ্গে জানালেন, যিশু সেনগুপ্তও রয়েছেন এতে। রবিবার শুটিং শুরু হওয়ার খবর দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।

তার সেই পোস্টেই যিশু সেনগুপ্তর নাম জ্বলজ্বল করছে। ক্যাপশনে লেখা- ‘আমরা এখানে বন্দি।’

 


 

টলিউড, বলিউড এবং দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি মিলিয়ে যিশু বর্তমানে বেশ ব্যস্ত অভিনেতা। বাংলা সিনেমার পাশাপাশি চুটিয়ে হিন্দিতেও অভিনয় করছেন।

৩টি দক্ষিণী সিনেমাও করে ফেলেছেন। প্রথম সারির বলিউড ছবি ‘মারদানি’, ‘মণিকর্নিকা’, ‘বরফি’, ‘পিকু’, ‘শকুন্তলা দেবী’র মতো সিনেমার পাশাপাশি ট্রায়াল সিরিজেও অভিনয় করেছেন যিশু। সম্প্রতি দেবের বিপরীতে ‘খাদান’-এ খলচরিত্রে বাজিমাত করেছেন অভিনেতা। এবার বলিউডের বিগ বাজেট সিনেমায় যিশু। প্রিয়দর্শন পরিচালিত সিনেমায় প্রথমবার অভিনয় করতে চলেছেন যিশু।

আর সেই খবরটা ফাঁস করলেন টাবু। অক্ষয়-প্রিয়দর্শনের ‘ভূতবাংলো’তে ওয়ামিকা গাব্বিও রয়েছেন।

 

জানা যাচ্ছে, এই সিনেমার সিংহভাগ শুটিং হবে কেরালা, শ্রীলঙ্কা এবং গুজরাতে। ‘ভূত বাংলো’র গল্পের অন্যতম ট্যুইস্ট হচ্ছে ‘ব্ল্যাক ম্যাজিক’ বা কালাযাদুকে ঘিরেই আবর্তিত হবে গল্প। ‘ভুল ভুলাইয়া’র মতো এই সিনেমাও বক্স অফিসে সুনামি আনতে পারবে কি না, আপাতত সেদিকেই নজর অক্ষয় ভক্তদের।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন