রাশিয়ার তেল শিল্পের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞায় সংকট বেড়েছে তেল শিপিংয়ের ক্ষেত্রে। এক দেশ থেকে অন্য দেশে তেল পরিবহনের জন্য ব্যবসায়ীরা এখন জাহাজ বুকিংয়ের জন্য ছুটছেন। এমন পরিস্থিতে জাহাজে তেল শিপিংয়ের রেট বেড়েছে।
চীন ও ভারতের তেল শোধনাকারীরা বিকল্প ব্যবস্থা খুঁজছে। কারণ তারা রাশিয়ার ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে।
নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসা জাহাজের অধিকাংশই রাশিয়া থেকে চীন ও ভারতে তেল সরবরাহ করতো। কিছু জাহাজ ইরান থেকেও তেল সরবরাহ করতো।
সম্প্রতি রাশিয়ার তেলখাতের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গ্যাজপ্রোম নেফ্টকেও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়। হোয়াইট হাউজ ছাড়ার মাত্র কয়েকদিন আগে এই সিদ্ধান্ত নেন জো বাইডেন।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, ১৮০ টিরও বেশি জাহাজের পাশাপাশি রাশিয়ান তেল কোম্পানি গ্যাজপ্রোম নেফ্ট ও সারগুটনেফতেগাসকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মূলত জ্বালানি থেকে রাশিয়ার আয় কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন