জিবিনিউজ 24 ডেস্ক //
বিশিষ্ট কমিউনিটি নেতা প্রবীণ রাজনীতিবিদ আবুল কালাম আজাদ অসুস্থ। তিনি বেশ কয়েকদিন যাবত রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকদিন যাবত তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ থাকায় কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনৈতিক সহকর্মীদের কেউই যোগাযোগ করতে পারছেন না।
এদিকে ব্রিকলেইন বিজনেস এসোসিয়েশনের সভাপতি গোলজার খান জানিয়েছেন তিনি ডায়াবেটিসসহ বেশ কয়েকটি জটিল রোগে ভুগছিলেন। আজ শুক্রবার দুপুরে তার সাথে ফোনেও কথা বলেছেন আবুল কালাম আজাদ। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। ডাক্তারদের পরামর্শে তিনি ফোন বন্ধ রেখেছেন।
অনেকেই মনে করছেন তিনি কভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন। তবে এখনো তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
এদিকে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে জনাব আবুল কালাম আজাদের সুস্থ্যতা কামনা করে আগামী কাল শনিবার জুম মিটিংয়ের মাধ্যমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে আবুল কালাম আজাদের জন্মভ’মি বিশ্বনাথ উপজেলার সর্বস্থরের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থ্যতা কামনা করেছেন। তার গ্রামের বাড়ী অলংকারীতেও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য আবুল কালাম আজাদ যুক্তরাজ্যে বিএনপির প্রতিষ্ঠাকালিন সময় থেকে সংক্রিয় নেতা হিসেবে কাজ করে যাচ্ছেন। বর্তমান কমিটিতে তিনি সিনিয়র সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া ব্রিটেনের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি জড়িত। বিশেষ করে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম তিনি। একই সাথে নিজ ইউনিয়ন প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করে তিনি বর্তমান প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন।
এদিকে বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার আবুল কালাম আজাদের সুস্থ্যতা কামনা করেছেন বিশ্বনাথ এইড ইউকের নেতৃবৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন