হবিগঞ্জের নবীগঞ্জে আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার মধ্য বাজারের গ্রোথ সেন্টারের ভিতরে আগুন লেগে কয়েকটি সবজির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে নবীগঞ্জ গ্রোথ সেন্টারের পেছনে ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে ময়না মিয়াসহ কয়েকজন (কাচামাল বিক্রেতার) দোকান ঘর পুড়ে চাই হয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশংষ্কা করা হচ্ছে।
এই কাঁচামালের পাইকারী আড়ৎ ও খুচরা মালামালের দোকান ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন বলে স্থানীয়রা জানান।

আগুন লাগার খবর পেয়ে উৎসুক জনতা আগুন নিবানোর জন্য চতুর দিক থেকে চুকে আসেন। এসময় আগুন লাগার সূত্রপাত হিসাবে ধারনা করা হচ্ছ পৌরসভার ময়লার স্তপে আগুন লাগানোর পর বাতাসের চাপে ধীরে ধীরে দোকানে আগুন লেগে যায়।এতে দোকানে থাকা সবজির কেরেট ও  দোকানে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ফাইটার দুলাল আহমেদের সাথে কথা বললে তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। তার আগেই একটি সবজির কাঁচামাল দোকান পুড়ে যায়। ধরণা করা হচ্ছে পৌরসভার ময়লার স্তপে আগুন লাগানোর পর বাতাসের চাপে ধীরে ধীরে দোকানে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডে আনুমানিক লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন