সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী শাহ শহীদুল হক সাঈদের ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন//

গত মঙ্গলবার ,৭ জানুয়ারি,রাতে জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত  হয়েছে সিটি কাউন্সিলম্যান পদপ্রথী প্রাইমারী নির্বাচনে ,ডিস্ট্রিক্ট-২৫,এর প্রার্থী শাহ শহীদুল হক সাঈদ এর ফান্ড রেইজিং ডিনার।এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির নানা শ্রেণী-পেশার মানুষ।খবর বাপসনিউজ ।

একে ছিল নতুন প্রজন্মের প্রতিনিধিরাও উপস্থিত ছিল ।
প্রকৌশলী আব্দুস সোবহানের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে সিটি কাউন্সিলম্যান পদপ্রথী প্রাইমারী শাহ শহীদুল হক সাঈদ কমিউনিটিতে তাঁর ৪০ বছরের কাজের ফিরিস্তি তুলে ধরেন।
নিজেকে কমিউনিটির একজন নিবেদিত প্রাণ মানুষ হিসেবে উল্লেখ করে শাহ শহীদুল হক  সাঈদ আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দিতে সবার প্রতি আহবান জানান। আগামী জুনে অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিল প্রাইমারীতে সিটি কাউন্সিলম্যান পদে তাঁকে নির্বাচিত করতে সবার প্রতি আহবান জানান । রিপাবলিকান দলের প্রার্থী তিনি বলেন, এবার একটি সুযোগ আছে। আমাদের জেতার সম্ভাবনা আছে। আর তাই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, গত বারের  নির্বাচনে প্রাপ্ত ভোট আমাদের এরকম উৎসাহ দেয়। এ সময় তিনি বলেন, বহু গোত্র, বর্ণ ও ধর্মের অনুসারী মানুষের এই দেশে নিজেদের অবস্থান শক্তিশালী করতে হলে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। আর তাই আমি আপনাদের ভোটে সিটি কাউন্সিলম্যান পদে নির্বাচিত হয়ে কাজ করতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত সবাই যার যার সাধ্যমত শাহ শহীদুল হক সাঈদকে সহায়তার আশ্বাস দেন। তারা প্রত্যেকেই তাদের সাধ্যমত নির্বাচনী তহবিলে অর্থ প্রদান করেন।
 ফান্ড রেইজিং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন লায়ন টেরি পালাদিনি,নাসির আলী খান পল, আলাউদ্দিন বুলু,,জাহাঙ্গীর আলম জয়, প্রকৌশলী আব্দুল খালেক ,এডভোকেট রিজওয়ানা রাজ্জাক সেতু, ফারুক হোসেন, তরিকুল ইসলাম বাদল, আব্রাহাম পার্কার, সারওয়ার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান,  সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,আক্তার হোসেন,শাহ ফারুক রহমান, জহিরুল ইসলাম, নূরুজ্জামান সরদার,নাবিল ইসলাম, মিসেস শাহ শহীদুল হক সাঈদ,নতুন প্রজন্মের প্রতিনিধি ফারহান আব্দুর রহমান, সাবরিনা শেখসহ অনেকে।পরে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়।
উল্লেখ্য, এলমার্স্ট, জ্যাকসন হাইটস, উডসাইড নিয়ে ডিস্ট্রিক্ট-২৫ সিটি কাউন্সিল এলাকা গঠিত। এই এলাকায় বসবাসকারী ভোটাররা এই নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন