বাংলাদেশের জার্সিতে খেলার সব প্রক্রিয়া শেষ হওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর এখন মাঠে নামার অপেক্ষা। আর সেই অপেক্ষা শেষ হতে পারে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে। ভেন্যু চূড়ান্ত হয়নি। তবে ভারতের শিলংয়ে ম্যাচটি হওয়ার সম্ভাবনাই বেশি। সবকিছু ঠিক থাকলে এ ম্যাচেই লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারে হামজার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল আছেন ইংল্যান্ড সফরে। বুধবার রাতে লেস্টার সিটির ম্যাচের পর বাফুফে সভাপতি সাক্ষাৎ করেছেন হামজার সঙ্গে। এ সময় বাফুফের সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ এবং হামজা চৌধুরীর বাবা ও মা উপস্থিত ছিলেন।
লন্ডন থেকে বাফুফে সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ বলেন, 'হামজা চৌধুরীর বাবা ও মায়ের আমন্ত্রণে সভাপতি ও আমি স্টেডিয়ামে যাই এবং খেলা দেখি। ম্যাচের পর হামজা এসে সাক্ষাৎ করেন এবং পরে তার সৌজন্যে নৈশভোজে আমরা অংশ নেই।'
ইমতিয়াজ হামিদ সবুজ বলেন, 'হামজার বাবা ও মা আমেদর অনেক সম্মান করেছেন। হামজাও ছিলেন অনেক আন্তরিক। তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন। কবে খেলবেন তা নিয়ে যেন হামজার তর সইছে না।'
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন