বলিউড অভিনেতা সাইফ আলি খান মুম্বাইয়ের তার বাড়িতে নির্মম হামলার শিকার হয়েছেন। সাইফ একাধিক আঘাত পেয়েছেন। যার মধ্যে একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি এবং অন্যটি গলায়। সাইফকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়েছে। তার টিম নিশ্চিত করেছে যে, সাইফ এখন স্থিতিশীল, তবে এই ঘটনা সবার মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
এই ঘটনা বলিউডের শোবিজ জগৎকে স্তম্ভিত করে দিয়েছে। অভিনেতার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার অনুরাগী ও সহকর্মীরা। তার ‘দেভারা: পার্ট ১’ সহকর্মী জুনিয়র এনটিআর প্রতিক্রিয়া জানিয়ে সাইফের দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।
জুনিয়র এনটিআর সোশ্যাল মিডিয়ায় শোক ও দুঃখ প্রকাশ করে লেখেন, ‘সাইফ স্যারের ওপর আক্রমণের খবর শুনে অবাক হয়েছি ও দুঃখিত। তার দ্রুত সুস্থতা ও ভালো স্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।’
অভিনেত্রী পূজা ভাট দেশের আইন-শৃঙ্খলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন করেছেন, ‘আইন ও শৃঙ্খলা কোথায়? আমাদের আইন আছে... শৃঙ্খলা কী?’
অন্যদিকে অভিনেতা চিরঞ্জীবী এই ঘটনার বিষয়ে গভীরভাবে ব্যথিত হয়েছেন দাবি করে বলেন, ‘সাইফের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
অভিনেতা ও সাংসদ রবি কিশান এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি পিটিআইকে একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। আমাদের বন্ধু এবং সহকর্মী সাইফ। তার উপর এমন আঘাত মেনে নেয়া যায় না। পুলিশ কর্মকর্তারা অবশ্যই তদন্ত করবেন এবং চোর অবশ্যই ধরা পড়বে বলে আমি বিশ্বাস করি। মুম্বাই পুলিশের উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে।’
তিনি আরও বলেন, ‘অভিনেতাদের নিরাপত্তার উপর আরও মনোযোগ দেওয়া উচিত। এটি খুব দুঃখজনক দৃষ্টান্ত। আমি মহাদেবের কাছে প্রার্থনা করব যাতে সাইফ দ্রুত সুস্থ হয়ে উঠেন। তার পরিবারকে আশ্বস্ত করব যে সরকার এবং পুলিশ তাদের পাশে রয়েছে।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন