মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যানকে গণসংবর্ধনা

 জিবিনিউজ 24 ডেস্ক //

মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানকে গণসংবর্ধনা দিয়েছে ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থা (ইসকস)।

শুক্রবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার রায়পুর বাজার সংলগ্ন মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম । প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত মিছবাহুর রহমান।

ইসকসের সাধারণ সম্পাদক রাজন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু সুফিয়ান, আখাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমদ, ইসকসের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক সরোয়ার আহমদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক রাব্বি, ইসকসের উপদেষ্টা এমদাদুর রহমান রেনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাকারিয়া।

আরো বক্তব্য রাখেন ইসকসের উপদেষ্টা মাওলানা গোলাম হোসেন, বাৎসরিক দাতা সদস্য আহমদুর রহমান খান টিপু, সহ- সভাপতি আলমগীর হোসেন ও কোষাধ্যক্ষ জুয়েল আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন, আখাইলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুর রহমান, আখাইলকুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কায়েস খান, আজীবন দাতা সদস্য মসুদ লতিফ, যুক্তরাজ্য প্রবাসী আজাদুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ মো. সাজু মিয়া, যুগ্ম সম্পাদক ফয়জুল ইসলাম, রাজন আহমদ রাজু,আলী রাব্বি রতন প্রমুখ।

মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের ইটা পরগনার বাসিন্ধা মিছবাহুর রহমান। এই অঞ্চলের সন্তান মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই গণসংবর্ধনার আয়োজন করে ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থা (ইসকস)।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন