মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

জিবি নিউজ প্রতিনিধি//

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ (বালক-বালিকা অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কুলাউড়া সরকারি কলেজ মাঠে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
 

 

 

নিজেকে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কুল, কলেজ ও ইউনিয়ন থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা টিম গঠন করা হয়েছে। জেলা টিম গঠন করা হবে মৌলভীবাজারের ৭টি উপজেলার সেরা খেলোয়াড়দের নিয়ে। ক্রিকেট খেলায় মৌলভীবাজার থেকে দুজন জাতীয় টিমে খেলছেন। ফুটবল থেকেও জাতীয় টিমে মৌলভীবাজারের খেলোয়াড়রা খেলবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার, পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য‌্য, টূর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু ও শিক্ষক আব্দুল সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন প্রমুখ।
 

খেলা শেষে চ্যাম্পিয়ান বরমচাল ইউনিয়ন ও রানার্স আপ কর্মধা ইউনিয়নের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন