বিপিএলের মধ্যেই মায়ের মৃত্যুর সংবাদ পেলেন পেসার খালেদ

খুলনা টাইগার্সের বিপক্ষে চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদ ছিলেন দুর্দান্ত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ ওভারে ২৬ রান দিয়ে তুলে নিয়েছিলেন দুটি উইকেট। দলও পেয়েছে ৪৫ রানের অনবদ্য জয়।

কিন্তু চিটাগংয়ের টানা চতুর্থ জয়ের আনন্দ নিমিষেই বিষাদে পরিণত হলো খালেদের। ম্যাচ শেষে ডানহাতি এই পেসার খবর পেলেন, তার মমতাময়ী মা আর পৃথিবীতে নেই। তাদেরকে একা করে পরপারে পাড়ি জমিয়েছেন।

 

খালেদের মায়ের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ভাই জায়েদ আহমেদ। ফেইসবুকে এক পোস্টে দুসংবাদটি দেন তিনি।

ফেইসবুক পোস্টে জায়েদ লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। দুঃখভরা মন নিয়ে জানাচ্ছি, আমার মা আর বেঁচে নেই, তিনি আল্লাহর কাছে চলে গেছেন।’

 

মায়ের জন্য দোয়া করে জায়েদ লেখেন, ‘আল্লাহ তাকে ক্ষমা করুন এবং হেদায়েতপ্রাপ্তদের মধ্যে জায়গা করে দেন। তাকে পূর্ববর্তী ঈমানদারদের মধ্যে স্থান দিন। আমাদের এবং তাকে ক্ষমা করুন।’

দেশবাসীর কাছেও মায়ের জন্য দোয়া চেয়েছেন জায়েদ, ‘আল্লাহ তার কবরকে প্রশস্ত করুন এবং তার ওপর দয়া বর্ষণ করুন। দয়া করে আমার মাকে আপনার দোয়ায় রাখবেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।’

 

খালেদের মাতৃবিয়োগের খবরে শোক প্রকাশ করে বিপিএলে তার দল চিটাগাং কিংস। ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন