গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলে পদত্যাগ করার হুমকি ইসরায়েলি মন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি এ হুঁশিয়ারি দেন।

ইসরায়েলের ১২০ আসনের নেসেটে বেন-গাভিরের দল মাত্র ছয়টি আসন দখল করে আছে। ফলে তার সদস্যরা পদত্যাগ করলেও নেতানিয়াহুর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতায় কোনো ধরনের প্রভাব পড়বে না।

 

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো আগে জানিয়েছিল, শুক্রবার (১৭ জানুয়ারি) মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদনের জন্য ভোট দেবে বলে আশা করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।

একটি টেলিভিশন বিবৃতিতে বেন-গাভির বলেছেন, যে চুক্তিটি হতে যাচ্ছে তা একটি ‘বেপরোয়া’ চুক্তি। এই চুক্তি হলে শত শত ফিলিস্তিনি যোদ্ধা মুক্তি পাবে। এছাড়া গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হলে হামাস অপরাজিত থাকবে ও যুদ্ধে আমার যা যা অর্জন করেছি, সেগুলো মুছে যাবে।

তিনি আরও বলেন, যদি এই দায়িত্বজ্ঞানহীন চুক্তি অনুমোদিত ও বাস্তবায়িত হয়, তাহলে আমরা ইহুদি শক্তির সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবো। এর আগে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে যুদ্ধবিরতি চুক্তি রোধ করার শেষ প্রচেষ্টায় তার সাথে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বেন-গাভির।

 

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। আগামী ১৯ জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে।

 

 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন