অপরাজিত থেকেই প্লে-অফে রংপুর রাইডার্স

বিপিএলে টানা ৮ ম্যাচ জিতে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির পয়েন্ট ১৬, যেখানে দুইয়ে থাকা ফরচুন বরিশালের সংগ্রহ তাদের অর্ধেক। গতকাল চিটাগাং কিংসকে ৩৩ রানে হারিয়ে প্লে-অফও নিশ্চিত হয়েছে দলটির। 

বিপিএলে লিগ পর্বে রংপুরের ম্যাচ বাকি আছে আরো চারটি।

যার সবকটিতে হারলেও শেষ চারে খেলা নিয়ে সমস্যা নেই তাদের। 

 

চলতি বিপিএলে দল খেলছে সাতটি। যার মধ্যে প্লে-অফ খেলবে চারটি দল। এক জয় সাত হারে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালের পয়েন্ট দুই।

পরের চার ম্যাচে জিতলেও তাদের পয়েন্ট হবে ১০। টেবিলের ছয় নম্বরে থাকা সিলেট স্ট্রাইকার্সের সাত ম্যাচে ৪ পয়েন্ট। শেষ পাঁচ ম্যাচে জিতলে তাদের হবে ১৪ পয়েন্ট। রংপুরকে ছাড়িয়ে যেতে পারছে না তারা।

বাকি টেবিলের ওপরের দিকে থাকা পাঁচ দলের মধ্য থেকে চার দল খেলবে প্লে-অফ।

 

ছয় ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে খুলনা টাইগার্স। পরের ছয় ম্যাচে জিতলে তাদের হবে ১৬ পয়েন্ট। সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুর্বার রাজশাহী আছে ৪ নম্বরে। তারাও যদি নিজেদের শেষ পাঁচ ম্যাচ জেতে, তাহলে ১৬ পয়েন্ট হবে।

কিন্তু খুলনা ও রাজশাহীর মধ্যে কাল নিশ্চিত ২ পয়েন্ট হারাবে কোনো দল। যে দল হারবে টুর্নামেন্টে তারা পরের সব ম্যাচ জিতলেও হবে কেবল ১৪ পয়েন্ট। অর্থাৎ রংপুরের ১৬ পয়েন্টকে ছাড়িয়ে যেতে পারবে না। চার দলের মধ্যে থেকেই যাবে রংপুর।

 

পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বরে থাকা ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ছয় ম্যাচে সংগ্রহ ৮ পয়েন্ট। 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন