মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মা খা‌লেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ছেলে তা‌রেক রহমান। শুক্রবার (১৭ জানুয়ারি) লন্ডন সময় সন্ধ্যার পর অন্য দিনের মতো সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রীসহ মা‌কে দেখ‌তে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

হাসপাতালের প্রবেশ পথে অপেক্ষমাণ সংবাদকর্মী‌দের প্রশ্নের জবাবে মা‌য়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, দেশবাসীর কাছেই এটাই‌ বলব, সন্তান হি‌সে‌বে ওনার জন্য দোয়া চাই।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

 

এদিকে শুক্রবার যুক্তরাজ্য বিএন‌পির উদ্যোগে খা‌লেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন শহরে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল করা হয়।

শুক্রবার বিকালে এ প্রতিবেদকের সঙ্গে আ‌লাপকা‌লে যুক্তরাজ্য বিএন‌পির সভাপতি এম এ মা‌লেক জানান, ম‌্যাডা‌মের সব স্বাস্থ্য পরীক্ষার রি‌পোর্ট প্রাপ্তি সাপেক্ষে চিকিৎসকরা সম‌ন্বিতভা‌বে ওনার পরবর্তী চিকিৎসার প্রক্রিয়া নির্ধারণ করবেন।

শুক্রবারও জুমার পর বিএন‌পির নেতাকর্মী‌দের পদভা‌রে মুখরিত ছিল সেন্ট্রাল লল্ড‌নে অবস্থিত দ্য লন্ডন ক্লিনিকের আশপাশের এলাকা।

এ হাসপাত‌া‌লেই অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলছে খা‌লেদা জিয়ার। তা‌রেক রহমানের দৃষ্টি আকর্ষণ কর‌তে ওনার হাসপাতালে আসার আগে থেকেই সেখানে জ‌ড়ো হ‌তে থাকেন নেতাকর্মীরা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন