বড় লিডের পথে পাকিস্তান, দ্বিতীয় দিনই কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

মুলতান টেস্টে বড় লিডের পথে আছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৯ রান তুলেছে স্বাগতিকরা। এখনই তাদের লিড ২০২ রানের।

পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২৩০ রানেই। তবে নোমান-সাজিদের ঘূর্ণিতে ক্যারিবীয়রা গুটিয়ে গেছে ১৩৭ রানে। ফলে ছোট পুঁজি নিয়েও ৯৩ রানের বড় লিড পেয়ে যায় পাকিস্তান।

 

দ্বিতীয় ইনিংসে ফিফটি হাঁকান শান মাসুদ। ৫২ রানে রানআউট হন তিনি। আরেক ওপেনার মোহাম্মদ হুরাইরা করেন ২৯। তবে টানা দ্বিতীয় ইনিংসে দশের নিচে আউট হয়েছেন বাবর আজম। প্রথম ইনিংসে ৮ রানের পর দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে করেন ৫। কামরান গুলাম ৯ আর সৌদ শাকিল ২ রানে অপরাজিত আছেন।

এর আগে ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান অলআউট হয় ২৩০ রানে। ৫১ রান নিয়ে নামা রিজওয়ান ইনিংস টেনে নেন ৭১ পর্যন্ত। ৫৪ রানে অপরাজিত আরেক ব্যাটার সৌদ শাকিল খেলেন ৮৪ রানের ইনিংস।

 

জেডেন সিলস আর জোমেল ওয়ারিকেন নেন ৩টি করে উইকেট।

জবাব দিতে নেমে ২২ রানে ৪টি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এই ৪ উইকেটই নেন সাজিদ খান। এর মধ্যে দুটি পরিষ্কার বোল্ড, একটি কট অ্যান্ড বোল্ড।

সাজিদের এই দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে এরপর যোগ দেন নোমান আলি। ৫১ রানে ৭ উইকেট হারানো ক্যারিবীয়রা শেষ চার ব্যাটারের কল্যাণে বড় লজ্জা এড়িয়েছে। কেভিন সিনক্লেয়ার ১১, গুদাকেশ মোতি ১৯, দশ নম্বর ব্যাটার জোমেল ওয়ারিকেন অপরাজিত ৩১ আর এগার নম্বর জেডেন সিলস করেন ২২ রান।

 

নোমান আলি ৩৯ রানে নেন ৫টি উইকেট। ৬৫ রানে ৪ উইকেট শিকার সাজিদ খানের।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন