মৌলভীবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:- মৌলভীবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান।

জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যলয়ের উপ-পরিচালক মো: রাশেদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ (অর্থ ও প্রশাসন) সুদর্শন কুমার রায়, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ,  সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হক, হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন: মাদকের সহজলভ্যতা বন্ধ করলেই মাদক নির্মূল হবে, মাদকের আগ্রাসনে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সুস্থ মানবসম্পদ গড়ে তুলতে মাদক নির্মূলের বিকল্প নেই।

তিনি আরও বলেন: কিশোর-তরুণদের মাদক ও তামাকের নেশা থেকে দূরে রাখতে সকলের পরিবারকে সজাগ থাকতে হবে ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মাদকের  কুফল সম্পর্কে মসজিদের খতিব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বাড়াতে 'মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয়' শীর্ষক সেমিনার এসব কথা বলেন।

জেলা প্রশাসন, মৌলভীবাজার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এর সঞ্চালনায় শুরুতে মাদক রোধে স্বাগত বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যলয়ের উপ পরিচালক মো: রাশেদুজ্জামান। পরে মুক্ত আলোচনায় অংশ নেন স্কুল, মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমাম, পুরহিত সহ অন্যান্যরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন