হাফিজ মাছুম আহমদ দুধরচকী, জকিগঞ্জ, সিলেট//
আলহামদুলিল্লাহ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ১৭তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈসালে সাওয়াব মাহফিল সকলের ভালোবাসা ও সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৫ জানুয়ারি, বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এ মাহফিল ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার বাদ ফজর শেষ হয়েছে।
মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী এর যিকর, নসিহত ও তা'লিম তারবিয়তে আগত মেহমানরা অশ্রু ঝরিয়ে সিক্ত করেছে বালাই হাওর। শ্রদ্ধাভরে স্মরণ ও সাওয়াব রেসানির মাধ্যমে দরজা বুলন্দি কামনা করেছে তাদের প্রিয় রাহবার ও মুরশিদ হযরত আল্লামা ফুলতলী (র.) কে।
ঈসালে সাওয়াব মাহফিল সুন্দর ও সফল করে তোলায় মাহফিলে আগত অতিথিবৃন্দ, মুরিদান-মুহিব্বীন, স্বেচ্ছাসেবক, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সকল বিভাগ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, মেডিকেল টিম, পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস,পরিবহন মালিক-শ্রমিকবৃন্দ, ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীসহ সকলের প্রতি আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর পরিবার ও মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশেষভাবে শোকরিয়া জানাচ্ছি সম্মানিত এলাকাবাসী ও স্বেচ্ছাসেবক বাহিনীর যারা অক্লান্ত পরিশ্রম করে সুশৃঙ্খলভাবে যানবাহন পার্কিংয়ে সহযোগিতা করে রাস্তাঘাট সচল রেখেছেন। বিশাল এ জনসমাবেশের কারণে যান চলাচল ও যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
যারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন আল্লাহ পাক সবাইকে কবুল করুন এবং উত্তম বিনিময় দান করুন।
- মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান, ফুলতলী
ব্যবস্থাপক।
ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন