‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় সিলেট গ্যাস ফিল্ডের এক কর্মচারীকে শোকজ, দু'জন বদলি

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্মরত কর্মচারী ও কর্মচারীলীগ ( সিবিএ) এর সাধারণ সম্পাদক আব্দুস সোবহান-কে শোকজ ও অপর দুই নেতাকে বদলি করা হয়েছে।
 

জানা যায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর প্রধান কার্যালয় অডিটোরিয়ামে  বিভিন্ন দপ্তরের ১১জন কর্মকর্তা কর্মচারীর অবসরজনিত  বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
 

 

 

উক্ত অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) পান্না লাল ধর-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে  কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক উসমানী আলী ও কর্মচারীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান। সোবহান  তার  বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দেন। এর প্রেক্ষিতে ব্যবস্থাপনা পরিচালক বরাবর অভিযোগ জানায় বিএনপি সমর্থিত কর্মচারী ইউনিয়নের নেতারা।
 

একদিন পর শুক্রবার (১৭ জানুয়ারি)  মহাব্যবস্থাপক (প্রশাসন) ফরিদুল হুদা স্বাক্ষরিত চিঠিতে সোবহানকে শোকজ নোটিশ প্রদান করা হয়। দুইদিনের মধ্যে তার লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
 

 

শনিবার (১৮ জানুয়ারি) আরেক আদেশে কর্মচারীলীগ (সিবিএ) এর  প্রচার সম্পাদক জুনিয়র কম্পিউটার অপারেটর  নাজমুল ইসলাম (রশিদপুর) গ্যাস ফিল্ডে ও জুনিয়র কম্পিউটার মঞ্জুর আহমদকে বিয়ানীবাজার ফিল্ডে বদলি করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন