হুসনা খান হাসি | |
দিনের শেষে মূল্যবান যা,
সম্পদ নয়, সৃষ্টি সে আশা।
যা গড়েছি আমরা নিঃস্বার্থ মনে,
সে স্মৃতিই বাঁচে জীবনের ক্ষণে।
যোগ্যতা নয়, মানবিকতায় মাপ,
মানবতার ছোঁয়ায় খুঁজে পাওয়া চাঁদ।
দক্ষতা নয়, চরিত্রের জ্যোতি,
সততার প্রদীপে থাকে জীবন রতি।
স্বার্থপরতা নয়, বরং হৃদয়ের গভীরতা,
অন্যের ব্যথায় দেখাও সহমর্মিতা।
নিজের চাওয়া নয়, তাদের অনুভূতি,
তাদের দুঃখে রেখো মমতার দৃঢ় প্রতিশ্রুতি।
জীবন যাপন করো অর্থময় পথে,
ভালোবাসা হোক হৃদয়ের সাথে।
তবেই হবে জীবন সার্থক ও পূর্ণ,
প্রেমে ও মানবতায় হবে আলোকিত জীবন
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন