১৫০ কোটি টাকা পাচ্ছেন জুলাই আন্দোলনে আহতরা

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ১৫ হাজার ছাত্র-জনতাকে চিকিৎসা বাবদ ১৫০ কোটি টাকা অনুদান দিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি অর্থবছরের (২০২৪-২৫) বাজেট থেকে এ অর্থ অনুমোদন পেতে যাচ্ছে। 

গত বুধবার (১৫ জানুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিবের কাছ থেকে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের পাঠানো এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত হয়েছে গণমাধ্যম।


 

এতে উল্লেখ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা বাবদ অনুদান দিতে চলতি (২০২৪-২৫) অর্থবছরে অর্থ বিভাগের বাজেটের অধীন ‘অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত’ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে ১২০০১৬৬০১-কোডে ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসাবাবদ সহায়তা’ শীর্ষক খাতে ২৩২ কোটি ৬০ লাখ টাকা থেকে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ ১৫০ কোটি টাকা বিভাজন ও শর্তানুসারে অর্থছাড়ে অনুমোদন দেওয়া হলো।

 

আহত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে ৪টি ক্যাটাগরিতে এ অর্থ দেওয়া হবে। ক্যাটাগরি ৪টি হলো :

ক্যাটাগরি ‘এ’-তে থাকা এক হাজার ব্যক্তি প্রতিজন দুই লাখ টাকা করে মোট ২০ কোটি টাকা পাবেন। ক্যাটাগরি ‘বি’-তে থাকা তিন হাজার জন প্রতিজন এক লাখ টাকা করে মোট ৩০ কোটি টাকা পাবেন। ক্যাটাগরি ‘সি’-তে থাকা ৪ হাজার আহতের প্রতিজন এক লাখ টাকা করে মোট অনুদান পাবেন ৪০ কোটি টাকা।

আর ক্যাটাগরি ‘ডি’-তে প্রত্যেক আহত পাবেন ৫০ হাজার টাকা করে। এ ক্ষেত্রে ৭ হাজার আহত ব্যক্তি মোট অনুদান পাবেন ৩৫ কোটি টাকা। এ ছাড়া আহতদের দেশে-বিদেশে সেবার জন্য ২৫ কোটি টাকা অনুদান দেওয়া হবে।

 


 

ছাড় করা ১৫০ কোটি টাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা যথাযথ বিলের মাধ্যমে অর্থ বা চেক উত্তোলন করে ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান কার্যক্রম’ নামে সোনালী ব্যাংক পিএলসি, রমনা করপোরেট শাখায় উন্মুক্ত করা চলতি হিসাবে জমা করে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে চিঠিতে।

 

সেই সঙ্গে শহীদ পরিবারের ক্ষেত্রে ১০ লাখ টাকা করে মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র কিনে হস্তান্তর করতে নির্দেশনা দেওয়া হয়েছে, যা মেয়াদপূর্তিতে নগদায়নযোগ্য হবে।

চিঠির নির্দেশনা অনুযায়ী, এ অর্থ ব্যয়ে প্রচলিত সব আর্থিক বিধিবিধান ও অনুশাসনাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান বাবদ বরাদ্দ করা অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতে এসংক্রান্ত নীতিমালাও জারি করতে হবে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন