বিতর্ক নিয়েই বিগ বসের বিজয়ী করণ

দেখতে দেখতে শেষ হয়ে গেল ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’- এর আরও একটি মৌসুম। ১৮তম আসরে টাকা দিয়ে ভোট কেনার বিতর্ক মাথায় নিয়েই বিজয়ী হলেন বলিউড অভিনেতা করণ বীর মেহরা। ১০৪ দিন বিগ বসের ঘরে নানা নাটকীয়তা শেষে বিজয়ীর মুকুট নিজের করে নিলেন ৪৬ বছরের এই তারকা।

ট্রফির পাশাপাশি পুরস্কার হিসেবে করণ বীর মেহরাকে দেয়া হয় ৫০ লাখ রুপি। এ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ নির্বাচিত হয়েছেন ভিভিয়ান ডিসেনা, দ্বিতীয় রানার-আপ ইউটিউবার রজত দালাল।

 

গতকাল রোববার (১৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয় ‘বিগ বস -১৮’ - এর গ্র্যান্ড ফিনালে। সেখানে অংশ নেন পাঁচ প্রতিযোগী। তারা হলেন- করণ বীর মেহরা, অবিনাশ মিশ্রা, ঈশা সিং, ভিভিয়ান ডিসেনা, চুম দারাং, রজত দালাল। তাদের মধ্য থেকে বিজয়ীর নাম ঘোষণা করেন অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খান।

বিতর্ক নিয়েই বিগ বসের বিজয়ী করণ, কত টাকা পেলেন?

 

গ্র্যান্ড ফিনালের আগেই খবর রটেছিল অর্থ দিয়ে ভোট কিনেছেন করণ। বিজয়ের পর এই অভিযোগ অস্বীকার করে ইন্ডিয়া টুডেকে করণ বীর মেহরা বলেন, ‘আমার যদি এতই টাকা থাকত তবে এই শোয়ে আসার প্রয়োজন হতো না। মিডিয়া কেনা যায়, এটা আপনি কল্পনা করতে পারেন! রেসে হেরে গেলে যে কেউ অজুহাত দেয়, তার জুতার ফিতা খুলে গিয়েছিল। মানুষ নানা ধরনের কথা বলবেই, এটা যেকোনো খেলারই অংশ।’

বিগ বসের এবারের সিজনের শুরু থেকেই এগিয়ে ছিলেন করণ বীর মেহরা। অনেকে এটিকে ‘করণ বীর মেহরা শো’ বলেও মন্তব্য করেছেন।

 

এসবের জবাব দিয়ে করণ বীর মেহরা বলেন, ‘সবসময় আমার লক্ষ্য ছিল সেরটা দেওয়া। আমি অনেক কঠিন সময় পার করেছি। প্রযোজকদের কাছে কাজ চেয়ে অপমানিত হয়েছি। এখন আমার ভক্তরা যদি আমাকে সাপোর্ট করেন, তবে অনেক দূর এগিয়ে যেতে পারব। আমি সামনে চোখ রাখতে চাই।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন