ব্যাট হাসচ্ছিল না বলে কতই না সমালোচনা শুনতে হচ্ছে লিটন দাসকে। এতটাই যে সিলেটে সেঞ্চুরি করার পরেও চট্টগ্রামে এসে তাকে ‘ভুয়া’ ‘ভুয়া’ দুয়োধ্বনি শুনতে হয়েছে। দর্শকরা যখন গ্যালারি থেকে এমন বাক্যবাণে চিৎকার করছিলেন তখন নির্বিকার হয়ে ঠাঁয় দাঁড়িয়ে ছিলেন উইকেটরক্ষক-ব্যাটার।
তবে খেলা দেখতে আসা সবাই দুয়োধ্বনি দেওয়া দর্শক-সমর্থকদের মতো নন।
এমন কিছু ভক্ত আছেন, যারা খেলাটাই হয়তো ঠিকমতো বোঝেন না, কিন্তু বিপদের সময় ঠিকই মানুষের পাশে দাঁড়াতে পারেন। তেমনি এক ভক্ত পেয়েছেন লিটন। যিনি প্ল্যাকার্ড হাতে চট্টগ্রামে খেলা দেখতে এসে লিটনের কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন। ভক্তের বয়স হয়তো ৮-৯ বছর হবে।
কিন্তু সেই খুদে ভক্তই এখন লিটনের আত্মবিশ্বাসের উৎস।
খুদে ভক্তটি লিটনের হৃদয়কে এতটাই র্স্পশ করেছেন যে নিজের কন্যাসন্তানের প্রতিযোগী বানিয়ে দিয়েছেন। এই প্রতিযোগিতা কোনো হার-জিতের নয়। ৩০ বছর বয়সী ব্যাটারের স্নেহ-ভালোবাসার।
মেয়ে আনাইরাকে যেমন ভালোবাসেন ঠিক তেমনটাই বোঝাতে প্ল্যাকার্ড হাতে খুদের ভক্তের ছবি নিজের প্রফাইলে পোস্ট করেছেন লিটন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিটন লিখেছেন, ‘ক্রিকেটে কতটা অর্জন করেছি জানি না, তবে এই প্ল্যাকার্ড আমাকে বড় আত্মবিশ্বাস জুগিয়েছে। পরিবার ছাড়াও আমার এমন একজন ভক্ত আছে জানতে পারার অনুভূতিটা অবিশ্বাস্য। আনাইরা, দেখো তুমি প্রতিযোগী পেয়েছ।’
বিপিএলে আজও এক দুর্দান্ত ইনিংস খেলেছেন লিটন।
তার ৭০ রানের ইনিংসে ভর করেই শেষ ওভারে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচ দেখতে এসে সেই খুদে ভক্ত লিটনের মন জয় করেছে। ম্যাচ চলাকালীন সময় খুদে ভক্তের উচিয়ে ধরা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘যদি তোমার পাশে কেউই না থাকে, একমাত্র ভক্ত হিসেবে আমি তোমার পাশে থাকব। লিটন কুমার দাস।’ সঙ্গে ভালোবাসার ইমোজিও ছিল।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন