জিবি নিউজ প্রতিনিধি//
যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী ও আল-নাফি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. রেদোয়ান উদ্দিন বলেছেন, ‘চিকিৎসা পেশা হচ্ছে সেবামুলক পেশা। আমাদের মেডিকেল শিক্ষার্থীদেরকে সেবার মানসিকতা নিয়ে মানবতার কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। চিকিৎসকদেরকে সাধারণ মানুষের আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে। বৃহত্তর সিলেটে চিকিৎসক তৈরী ও চিকিৎসা সেবায় উইমেন্স মেডিকেল কলেজ অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে।’
তিনি মঙ্গলবার (২১ জানুয়ারি) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও নার্সিং এর ৩৫ শিক্ষার্থীদের মধ্যে ৩টি ফাউন্ডেশনের উদ্যোগে এওয়ার্ড-বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে ও মেডিকেলের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আচিরা ভট্টাচার্য্য-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানে উইমেন্স মেডিকেল কলেজের ৮ কৃতি শিক্ষার্থীকে ডা. জামসেদ বক্ত মেমোরিয়াল এওয়ার্ড, ৮ জনকে হলিসিলেট হোল্ডিংস লিমিটেড এওয়ার্ড ও ৭ জনকে আল নাফী ফাউন্ডেশন এওয়ার্ড এবং উইমেন্স নার্সিং কলেজের ১২ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আল নাফী ফাউন্ডেশন এওয়ার্ড প্রদান করা হয়। এওয়ার্ডপ্রাপ্ত ৩৫ শিক্ষার্থীকে সনদ ও বৃত্তি প্রদান করা হয়।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবু নাঈম চৌধুরীর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উইমেন্স মেডিকেল কলেজের স্পন্সর কোম্পানী হলিসিলেট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ ফজলুর রহিম কায়সার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. এ. মতিন, ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক ডা. ওয়েস আহমদ চৌধুরী।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে মেডিকেলের খন্দকার তাশরীকা এরিকা ও নার্সিং কলেজের ছাত্র রাসেল মিয়া বক্তব্য রাখেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন