অনেক এমপি-মন্ত্রীর কাছ থেকে প্রস্তাব পেয়েছি : সুবাহ

অভিনেত্রী হুমায়রা সুবাহ। একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় ছিলেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ত তিনি। সদ্যই মুক্তি পেয়েছে তার নতুন গান ‘আমি তোমায় দিলাম’।

গানটির প্রেসমিটে গানের পাশাপাশি ব্যক্তিগত বিষয়েও কথা বলেন সুবাহ। সেখানেই তিনি জানান, গত সরকারের আমলে অনেক সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন।

 

সুবাহ বলেন, ‘মন্ত্রী-এমপি থেকে অনেক নায়িকারাই প্রেমের প্রস্তাব পান। আমিও পেয়েছি।

নায়িকা হওয়ার আগে থেকেই পেয়েছি।’

 


 

কয়জন এমপির কাছ থেকে প্রস্তাব পেয়েছেন জানতে চাইলে সুবাহ বলেন, ‘সংখ্যা তো আসলে, যারা চলে গেছে তাদের সংখ্যা গুনে আর লাভ কী!’ অর্থাৎ আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীদেরর দিকেই নিশানা তাক করেন অভিনেত্রী। তবে সুবাহ আরো জানান, ভবিষ্যতে তার নিজেরই এমপি হওয়ার ইচ্ছা রয়েছে।


 

মূলত নাসিরের প্রেমিকা হিসেবেই তিনি আলোচনায় আসেন।

সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেম-বিচ্ছেদ কাণ্ড নিয়ে প্রচুর চর্চা হয়েছিল। নাসিরের কাছ থেকে বিচ্ছেদের পর গায়ক ইলিয়াসের সঙ্গে মনের লেনাদেনা করেন সুবাহ। কিন্তু এই সম্পর্কও টেকসই হয়নি। সুবাহ ২০২১ সালের ১ ডিসেম্বর কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে কয়েক দিন পরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়, যা পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশ পায়।

 

 

‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছ সুবাহ। সিনেমাটি নির্মিত হয়েছে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে। সিনেমায় চিত্রনায়ক শিপন মিত্রর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তবে সাবেক ক্রিকেটার নাসিরের প্রেমিকা হিসেবেই তিনি আলোচনায় আসেন। সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেম-বিচ্ছেদ কাণ্ড নিয়ে প্রচুর চর্চা হয়েছিল। নাসিরের কাছ থেকে বিচ্ছেদের পর গায়ক ইলিয়াসের সঙ্গে মনের লেনাদেনা করেন সুবাহ।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন