মিশিগান সুপ্রিম কোর্টে ট্রাম্পের নতুন মামলা

জিবিনিউজ 24 ডেস্ক //

শেষ মুহুর্তে মিশিগানে বাইডেনের বিজয় আটকে দিতে চেষ্টা করছে রিপাবলিকান দলের নেতারা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মিশিগান অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রিপাবলিকান পার্টি কারচুপির অভিযোগে এনে আরেকটি নতুন মামলা করেছে। রাজ্যটিতে ইমেতধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তবুও বিকল্প পথ খুঁজছে ট্রাম্প সমর্থকরা। খবর ডেট্রোইটের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার, সেক্রেটারি অব স্টেট জোসলিন বেনসন ও স্টেট ক্যানভাসারস বোর্ডের চেয়ারম্যান জেনেট ব্র্যাডশোর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

 

৫৪ পৃষ্ঠার এই মামলার নথি থেকে জানা গেছে, বাদি পক্ষ নির্বাচনের ফল নিরীক্ষা, ব্যালটে অনিয়ম ও জালিয়াতির তদন্ত করতে এবং নির্বাচনে সাংবিধানিক বাধ্যতামূলক কাজ শেষ করার জন্য ৩ নভেম্বরের নির্বাচনী সামগ্রী আদালতের জিম্মায় নিতে বলেছে।

এছাড়া মামলায় ওয়েইন কাউন্টির ডাকযোগে আসা ব্যালটের বৈধতা ও অভিযোগের পর্যালোচনা করতে একজন বিশেষ মাস্টার নিযুক্ত না করা পর্যন্ত সেক্রেটারি অব স্টেট এবং বোর্ড অব স্টেট ক্যানভাসারদের নির্বাচনী ফলের চূড়ান্ত প্রশংসাপত্র প্রদান থেকে বিরত রাখতে আদালতকে অনুরোধ করা হয়েছে।

এই মামলায় ১২ জনেরও বেশি ব্যক্তি হলফনামায় উল্লেখ করেছেন, ডেট্রয়েটের টিসিএফ সেন্টারে ভোট গণনায় জিওপি ভোট চ্যালেঞ্জকারীদের পর্যবেক্ষণ থেকে বিরত রাখা হয়েছে এবং ডাকযোগে আসা ব্যালট গণনায় যথেষ্ট অনিয়ম হয়েছে।

এদিকে মিশিগান রাজ্যের সিনেট কমিটি এবং সেক্রেটারি অব স্টেট জোসলিন বেনসন ঘোষণা দিয়েছেন, ডেট্রয়েটের টিসিএফ সেন্টারে ভোট গণনায় যে সমস্যা দেখা দিয়েছিল, আগামী সপ্তাহে সেই প্রতিবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। মামলা দায়েরের একদিন পর ২৭ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প আবার ডেট্রয়েটে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন। তিনি জোর দাবি জানিয়েছেন যে, তিনি এখানে জিতেছেন। তার অভিযোগ, মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে প্রকৃত ভোটারের চেয়ে অধিক সংখ্যক মানুষ ভোট দিয়েছেন।

ইতোমধ্যে মিশিগানের বোর্ড অব ক্যানভাসাররা নির্বাচনের ফল প্রত্যয়ন করায় সরকারিভাবে জো বাইডেন এখানে নির্বাচিত হয়েছেন। কিন্তু ট্রাম্প ও তার সমর্থকেরা এখনো মামলা বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে জয় পাওয়ার আশা করছেন।

এদিকে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে আরেকটি আদালতে ট্রাম্পের মামলা খারিজ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছিলেন।

পেনসিলভানিয়া ফেডারেল আদালত ভোটের ফলাফল প্রত্যয়ন করার ওপর আস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ২৭ নভেম্বর মামলার শুনানি ঠিক করেছিলেন। অবশ্য এর আগেই রাজ্যের ভোটের ফলাফল প্রত্যয়ন হয়ে গেছে।

২৭ নভেম্বর আদালতের রায়ে বিচারক স্টিফেনোস বিবাস বলেন, এ মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ এবং প্রমাণ নেই। মামলা খারিজ হয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, তারা এ নিয়ে আপিল আদালতে যাবেন। সুপ্রিম কোর্ট অভিমুখে ট্রাম্প আইনজীবীদের নিষ্ফল যাত্রা অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন