জিবি নিউজ প্রতিনিধি//
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে, ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেট জেলার ১৩টি উপজেলার ১৩টি কলেজ ও সিলেট সিটি কর্পোরেশনের ৩টি কলেজসহ সর্বমোট ১৬টি কলেজের অংশগ্রহণে সিলেট জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা এবং সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রারম্ভেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী শহিদদের রুহের মাগফেরাত এবং আহত ছাত্র-জনতার আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়। উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় তাজপুর ডিগ্রি কলেজ, ওসমানীনগর, সিলেট ১-০ গোলে জালালপুর ডিগ্রি কলেজ, দক্ষিণসুরমা, সিলেট-কে হারিয়ে বিজয়ী হয় তথা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা পরবর্তী সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের উদ্দেশ্যে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর তাৎপর্য ও মূল লক্ষ্যকে তুলে ধরে উৎসাহ-উদ্দীপনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করতঃ পুরস্কার প্রদান করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অংশগ্রহণকারী কলেজসমূহের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলার ফুটবল রেফারীবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।
প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট : শাহ নাজিম আহমদ তাছিম (জালালপুর ডিগ্রি কলেজ, দক্ষিণসুরমা, সিলেট)। সর্বোচ্চ গোলদাতা : লেবু (তাজপুর ডিগ্রি কলেজ, ওসমানীনগর, সিলেট)। প্লেয়ার অব দ্যা ফাইনাল : সায়মন (তাজপুর ডিগ্রি কলেজ, ওসমানীনগর, সিলেট)।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন