জায়েদ খান কি হলিউডে কাজ খুঁজছেন

শিল্পী সমিতির পদ নিয়ে দ্বন্দ্ব ছিল নিপুণ ও জায়েদ খানের। পরস্পরের বিরুদ্ধে ছিল পাল্টাপাল্টি অভিযোগ। অবশেষে নিপুণ আক্তারকে শিল্পী সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও এ সময়ে দেশে নেই শিল্পী সমিতির বঞ্চিত সাবেক সাধারণ জায়েদ খান। তিনি কী হলিউডে কাজ খুঁজছেন?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র হওয়ার বেশ আগেই দেশ ছেড়েছেন জায়েদ খান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন এই অভিনেতা। নিপুণকে বহিষ্কারের খবরে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শিল্পী সমিতি যা করেছে, তা অনেক আগেই করা উচিত ছিল। ইন্ডাস্ট্রির মানুষদের তার সঙ্গে সম্পর্কই রাখা উচিত না। একটা ইন্ডাস্ট্রির শিল্পীদের সম্মান তিনি কোথায় নিয়ে গেছেন!’

 

jagonews24

সমিতির নির্বাচনে অভিনেত্রীদের অংশ নেওয়া প্রসঙ্গেও কথা বলেন জায়েদ খান। তিনি বলেন, ‘নায়িকারা হচ্ছে ভালোবাসার প্রতীক, তারা মানুষের সঙ্গে সাবলীল থাকবে, ভালোভাবে থাকবে। মৌসুমী আপাও তো নির্বাচন করেছিলেন, তার বেলায় তো এমনটা হয়নি! একটা মানুষ কত নোংরা হতে পারে যে, চলে যাওয়ার পরও শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে বিবৃতি দিতে পারে। আমি তো একাধিকবার ছিলাম, এ রকম অন্যায় করিনি। জোর করে একটা মানুষ নির্বাচিত প্রতিনিধিকে বসতে দেয় না, কত বৈষম্য যে আমার সঙ্গে হয়েছে! তার এসব কাজে শিল্পী হিসেবে নিজেরই লজ্জা লাগে।’

 

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার কারণ কী? তিনি কী হলিউডে কাজ খুঁজছেন? এমন প্রশ্নে জায়েদ খান বলেন, ‘না ভাইয়া, মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। হলিউড গেছে পুড়ে। পুরো ক্যালিফোর্নিয়া, যেখানে হলিউডের শুটিং হয়, সেইখানে দাউদাউ আগুনের দাবানলে সমস্ত আর্টিস্টদের বাড়ি পুড়ে গেছে। তারা এখন খারাপ সময় পার করছে। এখন তাদের এইগুলো মাথায় নাই আর আমারও ট্রাই করার সুযোগ নাই।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন