ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রথম বৈঠকে দ্বিপাক্ষিক নানা ইস্যুর পাশাপাশি বাংলাদেশ নিয়েও আলোচনা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) ওয়াশিংটনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জয়শঙ্কর।

এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

 

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এটি ছিল রুবিও এবং জয়শঙ্করের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে এবং কোয়াড সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে ওয়াশিংটনে অবস্থান করছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। কোয়াড হলো যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার একটি অনানুষ্ঠানিক জোট, যা চীনের প্রভাব মোকাবিলায় কাজ করে।

 

জানা গেছে, এদিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গেও বৈঠক করেছেন জয়শঙ্কর।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই মন্ত্রীর মধ্যে আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনিয়মিত অভিবাসনের বিষয়টি সমাধানে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করবে ভারত।

 

 

যুক্তরাষ্ট্র থেকে অনিয়মিত ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে জয়শঙ্কর বলেন, ভারত বৈধভাবে তাদের প্রত্যাবর্তনে সবসময় প্রস্তুত। তবে এখনো যাচাই-বাছাই চলছে এবং ঠিক কতজনকে ফেরত পাঠানো হতে পারে, তা নির্ধারণ হয়নি।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের এই অবস্থান নীতিগত এবং স্পষ্ট। আমি এটি মার্কো রুবিওকে স্পষ্টভাবে জানিয়েছি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন